পৃথিবী – ৩

0

যদি এ পৃথিবী পৃথিবী না হয়ে অন্য কিছু হত তাহলে কি হত?

সবাই মরে যেত।

কেউ মরে? না। তার মানে, পৃথিবী পৃথিবী।

এমন একটি পৃথিবী পেয়ে আমরা ধন্য।ঈশ্বরকে বলি, “তুমি আমাদের বার বার এমন পৃথিবী দিয়ো।এমন পৃথিবীর জন্য যে সবাই কাঁদে। ”

এমন পৃথিবীর জন্য কেঁদেছিল সুকন্যা, এমন পৃথিবীর জন্য কেঁদেছিল সুনন্দিতা, এমন পৃথিবীর জন্য কেঁদেছিল সুললিতা।তারা আজ সে পৃথিবী পেয়ে নিজেকে ধন্য মনে করছে।

তারা বলে কোনদিন যদি এ পৃথিবী অন্য এক পৃথিবীতে পরিনত হয় তাহলে তারা পৃথিবীতেই থাকবেনা।

যারা প্রতিদিন কবিতা লিখে তাদের ধান্দা কি? সুন্দর পৃথিবী। তারা কি সুন্দর পৃথিবী পেয়েছে?  হ্যাঁ।তাইতো তারা নিজেকে ধন্য মনে করছে।

যে মিস্ত্রি নিজ হাতে তাজমহল গড়েছিল তার স্বপ্ন কি ছিল?  সুন্দর পৃথিবী। সে সুন্দর পৃথিবী কি সে পেয়েছে?  হ্যাঁ।তাহলে? সেও নিজেকে ধন্য মনে করছে।

মানুষ যখন গাছের আগার দিকে  তাকায় তখন সে কি ভাবে?  কখন গাছের আগায় উঠবে। সে কি গাছের আগায় উঠে?  হ্যাঁ। তাহলে?  গাছের আগায় উঠার স্বপ্ন যে দেখেছিল সেও সুন্দর পৃথিবী পেয়েছে।

কেউ যদি ভ্যালেন্তিনা তেরেস্কোভাকে দেখে তাহলে তার মনে কি আসবে? এ একদিন মহাকাশ চরেছিল। আসলে সে কি চরেছিল? হ্যাঁ।তার মানে?তার স্বপ্নও সার্থক।

মানুষ সবসময় কি স্বপ্ন দেখে আগামীকাল’ আগের দিনের চেয়ে সুন্দর যাবে। আসলে কি যায়?  হ্যাঁ যায়। না গেলেতো মানুষ আকাশে উড়তনা, পাথারে বিচরন করতনা, নদীতে সাঁতার কাটতনা।এইতো সেদিন ব্রজেন রায়ের নাম ছিল ব্রজেন বাবু। তিনি সাড়ে সাত কিলোমিটার পানিতে ডুব দিয়েছেন বলে তার নাম হয়েছে ডুবসাঁতারু।

যে পাখিটি কোনদিন পানি পায়নি সে কি করে? পানি পানি করে চিৎকার করে । সে কি পানি পায়? হ্যাঁ পায়।তাইতো সে আনন্দে লাফায়।

যখন কিছু ছিলনা তখন কি ছিল?  ফুল ছিল। সে ফুলটি কি হয়েছিল?  সে ফুলটি আদম হাওয়ার জন্য জমা রেখেছিল।তাইতো, আদম আজ লাফায়।

কাজেই পৃথিবী মানে সুন্দর পৃথিবী। এমন পৃথিবী বার বার চাই।ঈশ্বর তুমি আমাদের নিরাশ কোরোনা।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কামবাসনার খেলা

লালন গানে লালন তত্ত্বের চলে লালন মেলা, গাঁজার টানে ভক্তের চলে কামবাসনা খেলা। আমির সাথে আমির পেতে লালন গাহে গান,

গার্মেন্টস কর্মী

গার্মেন্টস কর্মী খুব সকালে ঘুমের থেকে উঠে, গোসল সেরে নাস্তা খেয়েই জীবন যুদ্ধে ছোটে। সঠিক সময় কর্ম ক্ষেত্রে পৌছে যেতে

এসো সালমান ভক্ত

সালমান শাহর ভক্তগণে সঠিক বিচার চায়, সালমান ভক্ত শান্তি পাবে যদি বিচার পায়। নির্মম ভাবে হত্যা করেই কেড়ে নিলো প্রাণ,

লেবাসধারী নেতা

ভোটের আগে লেবাস পরে দেশের নেতা গণ , জনের দেখে নেয় জড়িয়ে কী দরদী মন, শহর থেকে পাড়া মহল্লায় ঘুরছে

2 Replies to “পৃথিবী – ৩”

Leave a Reply