0
যদি এই পৃথিবী সৃষ্টি না হত তাহলে কি মানুষ সৃষ্টি হত? না।তাহলে মানুষ আগে না পৃথিবী আগে? পৃথিবী আগে। তুমি হলে সেই পৃথিবীর ফুল, তোমাকে আমি কি দেব? তোমাকে দেব এমন একটি ফুল যা পৃথিবীতে নেই। তাহলে? পৃথিবীর কেন সৃষ্টি হল, পৃথিবীর সৃষ্টি না হলেতো ভাল হত!
ধর এই কথা আমি ঈশ্বরকে জানালাম, ঈশ্বর ক্ষেপে গিয়ে বললেন, কারো ব্যক্তিগত ঈপ্সা পূরণ করার জন্য তো আমি পৃথিবী সৃষ্টি করিনি।তখন ঈশ্বরকে কি করতে ইচ্ছে হবে? মেরে ফেলতে ইচ্ছে হবে। কিন্তু ঈশ্বরকে মারার কোন শক্তি কি আমাদের আছে? না।তাহলে? ” এই পৃথিবী কেন সৃষ্টি হল! এই পৃথিবী সৃষ্টি না হলেই ভাল হত!”

0