0
যদি আকাশের দিকে তাকাই মনে হয় আকাশ হাসছে, যদি পাথারের দিকে তাকাই মনে হয় পাথার হাসছে। আসলে কি কিছু হাসছে? কিছুই হাসছেনা।হাসছ শুধু তুমি যেই তোমাকে আমি ভালবাসি। কারন আমি এমন কিছু করেছি যা তোমার ভাল লাগেনা। আমি এমন কাজ করতে গেলাম কেন! হে ঈশ্বর আমাকে শুধু তার কথা মত চলার তওফিক দান কর।তার কথা মত না চললে কি হয়! সে যে মোর প্রিয়া তার কথা কি ফেলা যায়!
ঈশ্বর আমার কথা ভাব, আমার কথাঃ আমি যেন শুধু তার কথা মত উঠি বসি ;তার কথার বাইরে গেলে আমার যেন মৃত্যু হয়, তাৎক্ষণিক মৃত্যু……।
0