0
আবার যদি দেখা হয় কি বলব? তুমি যদি আমার না হও আমি মরে যাব। আসলে কি মরব? অবশ্যই মরব তানাহলে তাকে পাব কিভাবে।
এখন কথা হল কিভাবে মরব, পানিতে ডুবে মরব, আগুনে ঝাঁপ দিয়ে মরব, না ফাঁসীর দড়িতে ঝুলে মরব? ফাঁসীর দড়িতে ঝুলে মরলেই মনে হয় ভাল হয় কারন ফাঁসীর দড়িতে ঝুলতে বেশি সময় লাগেনা।এই যে ফাঁসির দড়িতে ঝুলব তখন আমায় সবাই কি বলবে? নিশ্চয়ই ফাঁসীর গুরুতর আসামী কারন ফাঁসীর আসামী ছাড়া তো কেউ ফাঁসীর দড়িতে ঝুলেনা।
এই যে ফাঁসীর আসামী হলাম, সে আমাকে কি দেবে? কিছুই দেবেনা। তাহলে? আমার বার বার ফাঁসী হওয়া উচিত।

0