0
আমার তিনটি ফুল হারিয়ে গেছে একটি গোলাপ, একটি চামেলী, একটি বিউটি।সবচেয়ে সুন্দর গোলাপ। আমি সেই ফুলটি ভালবাসি।সেই ফুলটি হারিয়ে গেলে আমি বাঁচতে পারবনা।
এমন কেউ কি আছে যে আমাকে সেই ফুলটি খুঁজে দিতে পারে, তাকে আমি একহাজার দিনার উপহার দেব? না এমন কেউ নেই। তাহলে আমার এক হাজার দিনারই বৃথা গেল।
আজ আমি সেই ফুলটি লক্ষার পাড়ে খুঁজব সেখানে যদি কেউ আমাকে সেই ফুলটি দেয় তাহলে তাকে আমি দশ হাজার দিনার দেব।সেখানে দেয়ার মত কেউ নেই। তাহলে আমার আরও দশ হাজার বৃথা গেল। এই যে এত দিনার যাচ্ছে এর কারন কি? ঐ একটি ফুল। সেটি কেন একটি হল? দুটি হতে পারলনা! দুটি হলেতো আমাকে এত কষ্ট পোহাতে হতনা।
0