0
কিছুক্ষণ আগেও তুমি আমার ছিলে। অথচ এখন তুমি আমার নও।কেন? এখন তুমি ফুলের পাপড়ি দেখছ।ফুলের পাপড়ি এত সুন্দর? হ্যাঁ, ফুলের পাপড়ি অনেক সুন্দর। তাহলে আমি ফুলের পাপড়ি হব।ফুলের পাপড়ি হলে তুমি কি করবে? সারাক্ষণ আমাকে দেখবে? হ্যাঁ, শুধু তোমাকে। তাহলে আমি যেন ভাল করে ফুলের পাপড়ি হতে পারি। এবার বল ফুলের হলে তুমি আমায় কি নাম দেবে? নাম দেব ফুলের পাপড়ি লতা।তাহলে আমি যেন সে লতা হয়ে যাই।এবার বল, ফুলের পাপড়ি’ র আর কোন নাম আছে কিনা? না, নাই।তাইতো আমি বার সে ফুলের পাপড়ি। এবার বল, ফুলের পাপড়ি কয়জন ভালবেসেছিল? প্রায় সাড়ে সাত জন।আমি যেন সাতজনের একজন হই।
এবার বল সাতজনের একজন হওয়া কি সম্ভব? অবশ্যই সম্ভব। তাইতো বলছি, তুমি সব ফুলের পাপড়ি।
আরো পড়ুন-
- মোবাইল ফোনের দাম
- বিখ্যাত ব্যক্তিদের সেরা উক্তি
- ৩০০০০ টাকার মধ্যে সেরা মোবাইল
- কিশমিশ খাওয়ার উপকারিতা
- ক্রিকেট খেলার ইতিহাস

0