0
একদিন সকাল বেলা উঠে দেখি ফুলটি আর ফুলটি নেই, একজন ছিঁড়ে নিয়ে গেছে। কে নিয়েছে, কে নিয়েছে? ও পাড়ার কামরান নিয়েছে। কামরানকে জিজ্ঞেস করলামঃ কই আমি তো নেইনি।জিজ্ঞেস করলাম জামিরকেঃ কই আমিও নেইনি। শেষ পর্যন্ত জিজ্ঞেস করলাম শামীরকেঃ না, আমিও নেইনি। অবশেষে খবর পেলুম নিয়েছে গম্ভীর ফকির। তুমি এটা নিলে কেন? না নিলে আমি কি খেয়ে বাঁচতাম, গতকাল আমার ভীষণ ক্ষুধা লেগেছে আমি এটা খেয়ে ফেলেছি । তুমি আমাকে বলতে? ”তোমার কাছে যদি কিছু না থাকত”। ঘটনা হচ্ছে আমি এখন নিজেই ফুল খেয়ে বাঁচি, ফুল ছাড়া কেন জানি আমার কিছু ভাল লাগেনা; ঐ ফকিরের কথায় না কিজন্য সেটা আমি জানিনা আমার শুধু ফুল খেতে ইচ্ছে করে।

0