0
ধর পৃথিবীতে কোন সমুদ্র নেই, সবাই ভাবল কোথায় গেলে সমুদ্র পাওয়া যায়, কোথায় গেলে সমুদ্র পাওয়া যায়। শেষ পর্যন্ত দেখা গেল কোন এক নদীর ধারে সমুদ্র। তখন কি হবে? এখানে আগে আসলেতো সমুদ্র দেখতে পেতাম।অর্থাৎ নদী দেখতে চেয়ে সমুদ্র দেখতে পাওয়া। এখন বল তুমি আমার হবে কিনা। আমার হলে এমন একটি ফুল দেব যার কোন তুলনা নেই। সে ফুল পেয়ে তুমি কি বলবে? এমন একটি ফুলের জন্যইতো অপেক্ষা করছিলাম।না না তুমি বলবে, এমন একটি ফুল আমার অনেক আগেই পাওয়া উচিত ছিল।

0