0
আমার যে হাতের রেখা সুন্দর তা আমি বার বার দেখি, আমার কেন জানি মনে হয় কেউ একজন আমার এ হাতের রেখা সুন্দর করে দিয়েছে। সে কি তুমি? তুমি যদি না হও তাহলে কে? তুমি ছাড়া তো আর কেউ আমার হাতের রেখা সুন্দর করার ক্ষমতা রাখেনা।-
এই কথা ভেবে কবি বঙ্কিম চন্দ্র গেলেন তার বাগানে। গিয়ে দেখলেন সেখানে এক বিরাট সাপ।তিনি সাপের গায়ে মারলেন এক লাথি। সাপ অমনি কামড়াতে আসল।বঙ্কিম চন্দ্র বললেন, তুই যদি সাপ না হয়ে মানুষ হতি তোকে আমি মেরেই ফেলতাম।
বঙ্কিম কি আসলেই মারত? অবশ্যই মারত। কেন? কারন, সে যে প্রেমের জন্য প্রায় পাগলপ্রায় ছিল।
0