আজ দেশরত্ন শেখ হাসিনার
শুভ জন্ম দিন,
কেমন করে শোধ করবো যে
তোমার ত্যাগের ঋণ!
জয় বাংলা জয় বাংলা ধ্বনি
অপার মুখর হলো,
দেশরত্ন শেখ হাসিনার আজ
জন্মদিন যে বলো।
আজ আকাশে বাতাসে যে
কি আনন্দ বহে,
দেশজনতা —মুখর কণ্ঠে
জন্মদিনে কহে।
টুঙ্গিপাড়ায়—-জন্ম নিলে
বঙ্গবন্ধুর ঘরে,
এই দিনেতে——–এলে তুমি
ভুবন আলো করে।
তোমার বাবার রক্তের স্রোতে
নৌকা যাচ্ছো বেয়ে!
নির্ভীক নাবিক দেশের সেবায়
ধন্য তোমায় পেয়ে।
দেশের সেবায়—– উন্নয়নে
রাখছো জীবন বাজি,
উত্তাল সাগর অতল ঢেউয়ে
তুমি নৌকার মাঝি।
মুসলিম বৌদ্ধ হিন্দু খ্রীষ্টান
সবার প্রিয় তুমি,
তোমার বাবার হাতেই গড়া
বাংলা স্বাধীন ভূমি।
বাবার মতোই উদার মনের
থাকো দুখের পাশে,
সব শ্রেনীর ঐ —-জনমানব
তোমায় ভালো-বাসে।
শেখ হাসিনার নেতৃত্বে আজ
দেশ উঠেছে জেগে,
উন্নয়নের —-জোয়ার বইছে
যেন তুমুল বেগে।
আজ বাঙালি এই দেশেতে
তোমায় পেয়ে ধন্য,
বিশ্বের মাঝেই বাঙালি আজ
গর্বিত সেই জন্য।
ভালো লিখেছেন কবি