0
শোনো খোকা খুকি সবে
বঙ্গ দেশের গল্প,
ছন্দ ছড়ায় দেশের কথা
জানো অল্প অল্প।
পুর্ব পশ্চিম দুই নামেতে
ছিল একটা দেশ,
স্বার্থ নিয়ে ঝগড়া বাঁধে
জটিল হলো রেষ।
উনিশ শত বায়ান্ন সাল
রাজ পথেতে যায়,
পূর্ব বাংলায় রাষ্ট্রভাষা
বাংলা ভাষা চায়।
দাবি আদায় করতে গিয়ে
ঝরে কতো প্রাণ,
জীবন দিয়ে দেশের ভাষা
বাংলা ভাষা পান।
উনিশ শত একাত্তর সাল
দেশটা হবে ভাগ,
পূর্ব বাংলায় সবাই মিলে
দিলো যুদ্ধের ডাক।
পাক বাহিনী উৎখাত করে
মুক্তি যোদ্ধা গণ,
বিজয় নিয়ে ফিরবে ঘরে
করে সবাই পণ।
বিজয় পেলো ন’মাস পরে
যুদ্ধের হলো শেষ,
স্বাধীন দেশে সেদিন থেকে
থাকছি তবে বেশ।
0