0
তোমার কি কোন নাম আছে? না, তোমার কোন নাম নেই। তাহলে তোমাকে আমি কি নামে ডাকব? তোমাকে ডাকব বনলতা সেন বলে।কেন? কারন, বনলতা সেন অনেক সুন্দরী ছিল। এবার বল, এই যে তোমাকে একটি নাম দিয়েছি তাতে তুমি খুশি হয়েছ কিনা। নিশ্চয়ই খুশি হয়েছ তানাহলে তুমি এত হাসছ কেন।তাহলে? তোমাকে একটি নতুন নাম দিতে হবে। সেটা কি বনলতা সেনের নানী? না,না, বনলতা সেন আমার অনেক আপনজন ছিল। তাহলে? বনলতা সেনের মাসী হলে ভাল হয়।মাসীর সাথে কি প্রেম করা যায়! তাহলে? বনলতা সেনের মাসতুতো বোনই থাক্।

0