0
তোমার দুটি চোখ আমাকে দাও আমার দুটি চোখ তুমি নাও- এভাবে ভালবাসা হোক।এভাবে ভালবাসা হলে সবাই বলুক, আমি বেঁচে গেছি, আমি বেঁচে গেছি। তুমি তো অনেক আগেই বেঁচে গেছ।তাহলে আমার অনেক বাঁচা হল।এই যে অনেক বাঁচা বাঁচলাম তুমি আমাকে কি দেবে? আমি দেব একটি লাল গোলাপ ফুল। তাহলে আমার বাঁচার কোন শেষ নেই।

0