0
মুক্তি যোদ্ধা দুঃসাহসের
বাঙালির ঐ শক্তি,
সমর যুদ্ধে রক্তের বদলা
চাই না রক্তের ভক্তি।
মুক্তি যোদ্ধা মানে মোদের
বঙ্গ দেশের ভূমি,
দেশের মাটি মায়ের পরশ
পরম ছোঁয়া চূমি।
মুক্তিযোদ্ধা নামটা মোদের
জানি হৃদয় গাঁথা,
স্বাধীন জাতি বিশ্বের মাঝে
উচ্চে রাখি মাথা।
সোনার বাংলা পাইনি মোরা
মুক্তি যোদ্ধা ছাড়া,
শহিদের নাম মুছতে চাইবে
দেশদ্রোহী যে তাঁরা।
মুক্তি যোদ্ধার তাজা রক্তে
শহিদ ফলক সৃষ্টি,
তাহার মাঝে লুকিয়ে রয়
বাঙাল জাতির কৃষ্টি।
দেশটা গড়বো বীর শহীদের
স্মৃতি অম্লান রেখে,
দেশ স্বাধীনের বিজয় যেনো
বইয়ের পাতা দেখে।

0
অনেক ধন্যবাদ