1
আযান শুনে নামাজ পড়ো
মুসলিম তুমি ভাই।
ইসলামী ওই শাসন নীতির
বিকল্প যে নাই।
প্রভুর প্রতি একিন তোমার
ঈমানের ওই টান,
রাজ কায়েমে কথা বললে
শুনতে নাহি চান।
নামাজ পড়ো রোজা রাখো
ওহে মুমিন/গণ,
প্রভুর বিধান রাজ কায়েমে
টানে নাকো মন।
সুন্নত লেবাস ধারণ করো
রূপে ধর্মের সাজ,
রাজ কায়েমে ভিন্ন গোষ্ঠীর
পরাও মুকুট তাজ।
মসজিদ ঘরে পাঁচ ওয়াক্তে
সিজদা নুয়ে দাও,
প্রভুর বিধান তবেই আবার
ক্যামনে নাহি চাও।
এমন সুরত মুসলিম গণেই
পাবে প্রভুর ধিক॥
কিতাব পড়ে সুন্নত মেনেও
আজো হওনি ঠিক।

1
ভালো
অনেক সুন্দর