বিকল্প নাই

1

আযান শুনে নামাজ পড়ো
মুসলিম তুমি ভাই।
ইসলামী ওই শাসন নীতির
বিকল্প যে নাই।

প্রভুর প্রতি একিন তোমার
ঈমানের ওই টান,
রাজ কায়েমে কথা বললে
শুনতে নাহি চান।

নামাজ পড়ো রোজা রাখো
ওহে মুমিন/গণ,
প্রভুর বিধান রাজ কায়েমে
টানে নাকো মন।

সুন্নত লেবাস ধারণ করো
রূপে ধর্মের সাজ,
রাজ কায়েমে ভিন্ন গোষ্ঠীর
পরাও মুকুট তাজ।

মসজিদ ঘরে পাঁচ ওয়াক্তে
সিজদা নুয়ে দাও,
প্রভুর বিধান তবেই আবার
ক্যামনে নাহি চাও।

এমন সুরত মুসলিম গণেই
পাবে প্রভুর ধিক॥
কিতাব পড়ে সুন্নত মেনেও
আজো হওনি ঠিক।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মূল কাঠামো চাও

ন্যায়বিচারের শাসন নীতি মূল কাঠামো চাও, সত্যের বিধান ধারকগণের সুযোগ তবে দাও। বিধান মতে রাজ কায়েমে দিলে সবাই মত, জাতি

আক্রোশ গন্ধ

আক্রোশ গন্ধ মোঃ রুহুল আমিন বঙ্গ দেশেই ছিল একটা স্বৈরাচারী রাজা, জনের দিতো নির্মম ভাবে কঠিনতম সাজা। শিকল বেড়ি ডান্ডা

মাথায় ঢালে ময়লা

মানব জীবন অতি ছোটো কর্ম গুণটা বড়ো, সুবাস ছড়াও ভালো কর্মে তেমন জীবন গড়ো। কর্মের দোষে দেহের থেকে পঁচা গন্ধ

বাঙালির ঐ শক্তি

মুক্তি যোদ্ধা দুঃসাহসের বাঙালির ঐ শক্তি, সমর যুদ্ধে রক্তের বদলা চাই না রক্তের ভক্তি। মুক্তি যোদ্ধা মানে মোদের বঙ্গ দেশের

2 Replies to “বিকল্প নাই”

Leave a Reply