0
রাজনীতির ঐ লাভটা ভেবে
দলে দিচ্ছে যোগ,
টাকা কামায় রাজার বেশে
করবে নাকি ভোগ।
হঠাৎ করেই দালান কোঠা
গড়তে যারা চায়,
রাজনীতিতে নামটা লিখে
ফায়দা লুটে খায়।
মানব সেবার অভয় দিয়ে
সাংসদ নেতা হয়,
দুর্নীতিটা করতে নেতায়
অধীর হয়ে রয়।
বাজেট টাকায় জনের জন্য
করে টুকটাক কাজ,
অর্ধেক টাকা পাচার করে
করছে জীবন রাজ।
লন্ডন শহর দেখতে গিয়ে
করে সেথায় বাড়ি,
জনের চাপে পড়লে তখন
সেথায় দিচ্ছে পাড়ি।
সেফ এক্সিট যে পাচ্ছে তাঁরা
হয়ে যাচ্ছে পার,
সেথায় যেতে আটকে রাখে
সাধ্য আছে কার।
সাংসদ হয়ে লুঠপাট করে
বিদেশে রয় বেশ,
অটল টাকার পাহাড় গড়ে
ছেড়ে যাচ্ছে দেশ।

0
ভালো লিখেছেন কবি