বিফল জীবন

play icon Listen to this article
0

মরণ জানি কোনো একদিন
আমায় নেবে কেড়ে,
ডাকটা আসলে যাবো সেদিন
মায়ার ধরা ছেড়ে।

আপন আপন ভাবলে যাদের
রবে নাতো পাশে,
প্রাণ ছাড়া ওই দেহটা আমার
কেউবা নাহি বাসে।

গোসল করায় খাটে শোয়ায়
নিবে মানব গাড়ি,
চার কাঁধেতে ভর করেই যে
যাবো আজব বাড়ি।

জনম জনম থাকবো সেথায়
রবো একলা ঘরে,
আসলাম কেনো এই সংসারে
দুই দিনের ওই তরে।

আঁধার ঘরে একলা বিলাপ
হিসাব নিকাশ নিয়ে,
ছোয়াল জবাব ক্যামনে দিবো
যাবো পাড়ি দিয়ে।

ভবের মায়ায় বিফল সময়
হয়নি আখের গোছা,
ক্যামনে হেসে উঠবো তবেই
কাঁধে পাপের বোঝা।

এই ধরনীর……মায়ায় পড়ে
বিফল হলো সবি,
রোজ হাশরে চিনবে ক্যামনে
মোরে দ্বীনের নবী।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

শাস্তি

তুমিও মানুষ আমিও মানুষ। অথচ কে যেন বলতেছে আমরা মানুষ নই।সে কি পাগল? অবশ্যই পাগল তানাহলে মানুষকে কেউ পাগল বলে।এই

মানুষ (১৩)

মানুষকে কখনও অবিশ্বাস কোরোনা।মানুষকে বিশ্বাস কোরো।কারন, মানুষ তোমার ভাই।

ভালবাসার নাম কি?

যারা শুধু ভালবাসে মরেনা তারা কভু ভাল বাসেনা আমি তোমায় ভালবাসি, মরবে কি? না মরলে বলব 'বেঁচেছি'।

Leave a Reply