0
মরণ জানি কোনো একদিন
আমায় নেবে কেড়ে,
ডাকটা আসলে যাবো সেদিন
মায়ার ধরা ছেড়ে।
আপন আপন ভাবলে যাদের
রবে নাতো পাশে,
প্রাণ ছাড়া ওই দেহটা আমার
কেউবা নাহি বাসে।
গোসল করায় খাটে শোয়ায়
নিবে মানব গাড়ি,
চার কাঁধেতে ভর করেই যে
যাবো আজব বাড়ি।
জনম জনম থাকবো সেথায়
রবো একলা ঘরে,
আসলাম কেনো এই সংসারে
দুই দিনের ওই তরে।
আঁধার ঘরে একলা বিলাপ
হিসাব নিকাশ নিয়ে,
ছোয়াল জবাব ক্যামনে দিবো
যাবো পাড়ি দিয়ে।
ভবের মায়ায় বিফল সময়
হয়নি আখের গোছা,
ক্যামনে হেসে উঠবো তবেই
কাঁধে পাপের বোঝা।
এই ধরনীর……মায়ায় পড়ে
বিফল হলো সবি,
রোজ হাশরে চিনবে ক্যামনে
মোরে দ্বীনের নবী।
0