বিয়ে (৪)

0

সামনের শুক্রবার আমাদের বিয়ে।অথচ তুমি আসলেনা।আসলে কতইনা আনন্দ হতঃ দুজনে হাঁটতাম, খেলতাম, গাইতাম, একে অপরের হাত ধরে ঘোরাঘুরি করতাম।তুমি আসলেনা সব আনন্দ মাটি হয়ে গেল।কথা দাও আগামী শুক্রবার আসবে। আগামী শুক্রবার বিয়ে হলেও কিছু সময় ঘোরাঘুরি করব, তখন না হয় মনের আনন্দ ঝালিয়ে নেওয়া যাবে। কোন আনন্দ হলনা, এটাকে কি বিয়ে বলে! এটাকে তো কোনদিনও বিয়ে বলা চলেনা।

তুমি রোজ রাতে চিঠি লিখো, সে চিঠি পড়ে না হয় বুঝব আমার প্রিয়া আমাকে চিঠি লিখেছে।বিয়ে হল অথচ কোন আনন্দ হলনা এটাকে কি বিয়ে বলে?  এটাকে কোনদিনই বিয়ে বলা যায়না।এমন বিয়ের নজির পৃথিবীতে খুব কমই আছে


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল প্রকাশ পেয়েছে। প্রাপ্তি স্থান : মিতা বুক সেন্টার নীলক্ষেত ঢাকা। শাহানা প্রকাশনীর লাইব্রেরি, নীলক্ষেত,

মৃত্যুঞ্জয়ী

কবির কাব্য সোচ্চার ছিল পেতে স্বাধীন ভাষা, মায়ের ভাষা সম্মান দিবে প্রাণে ছিলো আশা। একুশের ওই ভাষার জন্যে কলম উঠে

তরুণ যুবার দল

শহর গাঁয়ে জনের মুখে জয়ধ্বনি যে আজ, দেশের ভারটা তরুণ নিবে পরবে মাথায় তাজ। সুস্থ সুন্দর দেশটা পেতে তোমরা সবে

রোজা জান্নাত সন্ধি

রোজার মাসে মুমিনগণে রাখে তিরিশ রোজা, ঈমান আমল মজবুত করে হবে সরল সোজা। রোজার সাথে ক্ষুধার মন্দা আন্দাজ যেন করে,

Leave a Reply