0
সামনের শুক্রবার আমাদের বিয়ে।অথচ তুমি আসলেনা।আসলে কতইনা আনন্দ হতঃ দুজনে হাঁটতাম, খেলতাম, গাইতাম, একে অপরের হাত ধরে ঘোরাঘুরি করতাম।তুমি আসলেনা সব আনন্দ মাটি হয়ে গেল।কথা দাও আগামী শুক্রবার আসবে। আগামী শুক্রবার বিয়ে হলেও কিছু সময় ঘোরাঘুরি করব, তখন না হয় মনের আনন্দ ঝালিয়ে নেওয়া যাবে। কোন আনন্দ হলনা, এটাকে কি বিয়ে বলে! এটাকে তো কোনদিনও বিয়ে বলা চলেনা।
তুমি রোজ রাতে চিঠি লিখো, সে চিঠি পড়ে না হয় বুঝব আমার প্রিয়া আমাকে চিঠি লিখেছে।বিয়ে হল অথচ কোন আনন্দ হলনা এটাকে কি বিয়ে বলে? এটাকে কোনদিনই বিয়ে বলা যায়না।এমন বিয়ের নজির পৃথিবীতে খুব কমই আছে

0