0
আঁধার কেটে আসবে কবে
সোনালী সেই ভোর?
বিষাদ আয়াস জগত মাঝে
মনে পাইনা জোর।
মনটা আমার ভীষণ খারাপ
শুধু লাগে ….ভয়,
আঁধার কালো কাটবে কবে
আসবে কবে জয়।
সুখের দিনটা আসবে জগত
হবে আলো ময়,
এই আশাতেই আছি বেঁচে
জগত করবো জয়।
আসুক দিনটা ফিরে আবার
সবার শান্তি হোক,
হাসি খুশিতে আত্মহারা
করবে সুখের ভোগ।
পূর্ব দিকে ভেসে উঠবে
ঊষার আলোর জোর,
সবার মাঝে ছড়িয়ে দেবে
একটা সুখের ভোর।

0
ভালো লিখেছেন কবি