0
আমি হাসলেও দোষ, কাঁদলেও দোষ তাহলে আমার কেন সৃষ্টি হল? তোমার সৃষ্টি হয়েছে অন্যায়কে না বলার জন্য।কই অন্যায়কে তো আজ না বললাম কিছুই তো হয়না।হবে, সাগরে এক বিশাল ঢেউ জাগবে।কই ঢেউ তো জাগলনা? জাগবে ঠিক নয়টা বাজলে জাগবে।কই নয়টাতো বাজলো? তাহলে বারটা পর্যন্ত অপেক্ষা কর।বারটা পর্যন্ত তো অপেক্ষা করলাম? তাহলে আজ আর জাগার সম্ভাবনা নেই। তাহলে এতক্ষণ? তোমাকে বুঝতে হবে এতক্ষণ তোমার বৃথাই গেছে।

0