0
যদি তুমি আকাশের দিকে চাও? আকাশ হতে মন চাইবে। যদি তুমি পাতালের দিকে চাও? পাতাল হতে মন চাইবে।যদি তুমি নরকের দিকে চাও? নরক হতে মন চাইবে। কিন্তু তুমি কি এসব হতে পারবে? না।তাহলে? তোমাকে এমন কিছু’ সাধনা করতে হবে যা হলে তোমার আর কিছু হওয়া লাগবেনা।সেটা কি? সেটা হল, ‘ যদি তোমাকে পাই’। এই ‘যদি তোমার’ সাধনা করতে হলে তোমাকে বৃন্দাবন পাহাড়ের কাছে যেতে হবে, সেখানে গিয়ে কিছুক্ষণ বসে থাকতে হবে। সেখানে গিয়ে কিছুক্ষণ বসে থাকলেই ‘যদি তুমি’ তোমার হস্তগত হয়ে যাবে । তখন তুমি কি করবে? আনন্দেে শুধু লাফ দিতে থাকবে , বলবে, আমার আর কিছু’ দরকার নাই, আমার আর কিছু’ দরকার নাই, যা পাওয়ার সব পেয়ে গেছি।
তাহলে? ” আমি কবে বৃন্দাবন যাব?”
আরো পড়ুন-
- গৌতম বুদ্ধের শিক্ষা
- ইউটিউব থেকে আয় করার উপায়
- এডসেন্সের টাকা তোলার পদ্ধতি
- ছোটগল্প লেখার নিয়ম
- মোটিভেশনাল উক্তি

0