0
এখানে কুকুর বসে থাকে, এখানে পাখি ঘুমায়; এখানে তুমি যেওনা, এখানে গেলে তুমি কষ্ট পাবে। জানি যেখানেই থাক তুমি আমার গান গাও, তুমি সে গানই গেয়ো।তুমি যা চাও তাই পাবে, যদি বল জাপান থেকে চায়ের কেতলি এনে দিতে, এনে দেব, তবু তুমি সে গানই গেয়ো। কেউ কি তার প্রেমিকার মন রেখে অন্য কারো মন জয় করতে চায়! কাজেই তুমি সে গানই গেয়ো।
একদিন বলেছিলাম হরপ্পাদারো নিয়ে যাব, নেই নি কি! কাজেই তুমি সে গানই গেয়ো।
তুমি যদি বল আল্পস পর্বতমালায় উঠবে, উঠবা, আমার কোন আপত্তি নাই, হয়তো আমার একটু কষ্ট হবে । কাজেই তুমি সে গানই গেয়ো।
হরকতুল জেহাদ কত ফুল দেখেছে, দেখেনি একটি লাল চকচকে বাদামী রঙের গোলাপ ফুল। আমি তোমাকে সে ফুল এনে দেব, তুমি সে গানই গেয়ো।

0