0
শুধু তোমার জন্য কেঁদেছি আমি সাড়ে সাত রাত।অথচ তুমি আসনি।আজ আমার মনে হচ্ছে সে কান্না আমার ভুল ছিল। কেন তুমি আসলেনা? কেন আমার কান্না’ ভুল আখ্যা দিলে?
তুমি আর কখনও এভাবে আমাকে কাঁদতে বোলোনা। কারন, এভাবে কাঁদলে আমি বাঁচতে পারিনা।
তুমি যদি কখনও ‘সুন্দর গাঁ’ দেখতে যাও সেখানে সবচেয়ে সুন্দর গাঁ’ দেখো তানাহলে আমার সব ভন্ডুল হয়ে যাবে।
এবার বল তুমি কোথাও গত বর্ষার বৃষ্টিতে ভিজতে বেরিয়েছিলে কিনা।ও তুমি বেরোওনি; তাইতো আমার সব ভন্ডুল হয়ে গেল!
0
চমৎকার লেখা