0
যার জন্য এ জীবন সে আমাকে ভালবাসেনা।সে শুধু বলে, তোমাকে চাই, তোমাকে চাই।আসলে সে আমাকে ভালবাসেনা। সে ভালবাসে অন্য একজনকে। একদিন বললাম, কাকে তুমি ভালবাস।বলল, কেন! তোমাকে! । আমি বললাম, না তুমি আমাকে ভালবাসনা। সেই থেকে আমার সাথে তার বিরোধ। এখন তাকে দেখলেই আমার মেরে ফেলতে ইচ্ছে হয়। কিন্তু আমি কি মারব? তাকে মারলে আমি বাঁচব কি নিয়ে! সে যে আমার বিপদের দিনের সম্বল, যখন কেউ ভালবাসি বলেনা তখন সে বলে, আমি তোমাকে ভালবাসি। তাহলে তাকে মেরে আমার কি লাভ হবে, অন্তত বিপদের দিনে তো বলা যাবে কেউ একজন তো ভালবাসে।
আমি কত পথ অতিক্রম করেছি তার কথা ভেবে, কেউ আমাকে ভালবাসি বলেনি।আজ সে বলছে ভালবাসে। তাহলে? সে তো আমাকে ভালবাসেই।

0