0
ভালবাসলে এমন একজনকে ভালবাসবে যে তোমাকে বিনা স্বার্থে ভালবাসবে। অর্থাৎ সুখে দুখে সবসময় থাকবে। যে আজ আছি কাল নাই তাকে কখনও ভালবাসবেনা।কারন সে তোমাকে কখন ছেড়ে যায় তার কোন গ্যারান্টি নাই।দেখা গেল তুমি রোড অ্যাক্সিডেন্টে মারা গেলা, সে এসে তোমার মাকে পিটানো ধরল, তুমি এমন ছেলের সাথে আমার বিয়ে দিতে গেলে কেন? ভালবাসলে তাকেই বাসবা যে চিরদিন পাশে থাকবে। দেখা গেল তুমি তুমি সাড়ে সাত ফুট পানির নীচে তলিয়ে গেছ তখন সে তোমাকে সাড়ে সাত ফুট পানির নীচে থেকে উদ্ধার এর জন্য ডুব দিল- একেই সত্যিকারের ভালবাসা বলে।
0