0
যতদিন বাঁচব তোমায় ভালবাসব
তুমি ছাড়া আমি কি করে হাসব
তুমি আমার সোনা, রূপা, নীল মণিহার
তুমি ছাড়া আমি কি করে কাশব
যে দিক পানে চাই ওগো তোমায় দেখতে পাই
তুমি ছাড়া এ জীবনে নাই কিছু নাই
সেই তোমাকে খুঁজি ওগো
যেই তুমি লাশবো
যতদিন বাঁচব তোমায় ভালবাসব।

0
ভালো লিখেছেন কবি