“তোমার জন্মের আগে জন্মেছিল কে? তোমার বাবা।তোমার বাবার আগে জন্মেছিল কে? তোমার দাদা।তোমার দাদার আগে জন্মেছিল কে? তোমার দাদার দাদা।তাহলে সবচেয়ে আগে জন্মেছিল কে? তোমার দাদার দাদা। তোমার সেই দাদার দাদাকে আমি ভালবাসি, কারন, তিনি না জন্মালে তুমি জন্মাতেনা।” “তাহলে তুমি আমার দাদার দাদাকেই বেশি ভালবাস, আমাকে নয়?” “না, তোমাকেই বেশি ভালবাসি, তবে এ কথা বললাম তিনি তোমার দাদার দাদা বলে।” “না, তুমি কখনও আমার দাদার দাদার নাম উচ্চারণ কোরোনা; তুমি শুধু বোলো আমি শুধু তোমাকেই ভালবাসি।”আচ্ছা ঠিক আছে এখন থেকে এ কথাই বলব, আমি শুধু তোমাকেই ভালবাসি। ” এতক্ষণে তুমি ভালবাসার প্রকৃত রূপ জানলে, এবার বল তুমি আমাকে কি খাওয়াবে? তোমাকে আমি মিষ্টি খাওয়াব।” “কই কই মিষ্টি কই?” “ধর মিষ্টি নাও”। “তাহলে ভালবাসা প্রকৃত রূপে ফিরল।” “প্রকৃত রূপে না ফিরলে কি হয়?” “তাইতো তোমাকে ভালবাসি। “
