0
আবার যেদিন দেখা হবে সেদিন কি বলে দেবে?
বলে দেব, ‘ আমি তোমাকে ভালবাসি, তুমি যদি আমার না হও আমি মরে যাব’।
যদি তোমার না হয়?
আমি মরে যাব।
মরে গিয়ে ভালবাসা হয়?
অবশ্যই হয়, তানাহলে আমি মরব কেন?
ধরলাম, ‘মরে গিয়ে ভালবাসা পেলে’ তারপর কি হবে?
আমাকে নিয়ে যাওয়া হবে বেহেশতের সাত তালায়, সেখানে অনেক হুর” আমাকে বাতাস করবে।
আমিও সেখানে থাকব।

0