0
অনেক আগেও ভালবাসা ছিল আজও ভালবাসা আছে, শুধু ভালবাসার পরনে হাফ প্যান্ট নেই। কে যে ভালবাসার পরন থেকে হাফ প্যান্ট কেড়ে নিল সেটাই ভাবছি। সে কোন মায়ের উদরে জন্ম নেই নাই। কারন, মায়ের উদরে জন্ম নিলেতো কেউ ভালবাসার পরন থেকে হাফ প্যান্ট কেড়ে নিতনা, ভালবাসা ও যে মায়ের সৃষ্টি।
আজ নাকি শয়তান বসে বসে বৈঠক করছে, সে এমন কাউকে ধোকা দিবে যাকে কোনদিন ধোকা দেয়নি। সে তাকে ধোকা দিতে পারেনা! তাকে ধোকা দিলেই তো সে সব শয়তানকে ছাড়িয়ে যায়। আমি যদি কাউকে ভালবাসি তাকে বলব তুমি আর কাউকে ভালবেসোনা, আর কাউকে ভালবাসলে তুমি শয়তান হয়ে যাবে । কারন, শয়তান যে সবচেয়ে খারাপ।
আমি যদি কোনদিন বিলেত যাই সেখানে গিয়ে বিলেতি কুত্তা খুঁজবনা, খুঁজব অন্য কুত্তা। কারন, বিলেতে বিলেতি কুত্তা মানায়না।তদ্রূপ ভালবাসার মানুষকে যে ভালবাসি বলেনা সে মানুষ হতে পারেনা, সে অন্য মানুষ।
0