0
কতকাল তোমাকে দেখিনি, কাছে ডেকে বলিনি ভালবাসি; আজ আবার দেখলাম ; আজ আবার মন চাইল বলতে ভালবাসি। অথচ বলতে পারিনি।বলতে পারিনি কেন? আজ তুমি অনেক দূরের মানুষ হয়ে গেছ। অনেক দূরের মানুষ হলে কেন! অনেক দূরের মানুষ না হলেতো বলতে পারতাম ভালবাসি।তুমি আর কখনও দূরের মানুষ হইওনা।তুমি সেই কাছের মানুষ হয়ে যাও;কাছের মানুষ হলে বলতে পারব ভালবাসি; তোমাকে ভালবাসি না বললে যে আমার কিছু ভাল লাগেনা।

0