ভালবাসি ‘ তুমি আমার নাম’

0

ধর পৃথিবীটা আর পৃথিবী নেই। তুমি আমি হারিয়ে গেছি কোন এক জংলায়। সেখানে আমাদের বেঁচে থাকার কোন অবলম্বন নেই। মানুষ নেই, গরু নেই, বেঁচে থাকার কোন ছায়া নেই। আমরা শুধু ভাবছি আমাদের এখানে এসে বিশাল ভুল হয়ে গেছে, আমাদের অন্য কোথাও যাওয়া উচিত ছিল। এমন সময় কোত্থেকে একজন এসে জিজ্ঞেস করল, তোমাদের কিছু লাগবে কিনা?আমরা বললাম, লাগবে, বালিশ লাগবে, তোশক লাগবে, বেঁচে থাকার অবলম্বন লাগবে। তিনি আমাদের সব দিলেন।এমনকি গায়ের থেকে একটি গামছা বের করেও দিলেন? তখন আমাদের কি হবে?  ‘আমরা তাকে ভালবেসে ফেলব।আমরা শুধু বলব, এমন ভালবাসা আগে পাইনি কেন?’

আমি শুধু সে ভালবাসার জন্য কাঁদি যে ভালবাসা সবচেয়ে সুন্দর।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কিশোর

  আমরা নবীন,আমরা কিশোর জয় করিবো বিশ্ব ভূবন, মেধার বিকাশ জাগবে এবার গড়বো জ্ঞানের নতুন স্বপন। সত্য ন্যায়ের সঙ্গে থেকে

গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

গদ্য কবিতার বই 'কনকচাঁপা দোদুল দোল '। মোট কবিতার সংখ্যা ৮০ টি।বইটিতে আমার কবি নাম: মোঃ আরিফ হোসেন সর্দার।  

ওঁরা আপন জন

ঘুমের থেকে ওঠরে জেগে ওহে মুসলিম গণ, দেখরে চেয়ে মরছে যারা ওঁরা আপন জন। মুসলিম হলে কেমন করে থাকো আজি

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক বাহিনী বুলেট ছোড়ে ঝাঁঝরা করে

Leave a Reply