0
ধর পৃথিবীটা আর পৃথিবী নেই। তুমি আমি হারিয়ে গেছি কোন এক জংলায়। সেখানে আমাদের বেঁচে থাকার কোন অবলম্বন নেই। মানুষ নেই, গরু নেই, বেঁচে থাকার কোন ছায়া নেই। আমরা শুধু ভাবছি আমাদের এখানে এসে বিশাল ভুল হয়ে গেছে, আমাদের অন্য কোথাও যাওয়া উচিত ছিল। এমন সময় কোত্থেকে একজন এসে জিজ্ঞেস করল, তোমাদের কিছু লাগবে কিনা?আমরা বললাম, লাগবে, বালিশ লাগবে, তোশক লাগবে, বেঁচে থাকার অবলম্বন লাগবে। তিনি আমাদের সব দিলেন।এমনকি গায়ের থেকে একটি গামছা বের করেও দিলেন? তখন আমাদের কি হবে? ‘আমরা তাকে ভালবেসে ফেলব।আমরা শুধু বলব, এমন ভালবাসা আগে পাইনি কেন?’
আমি শুধু সে ভালবাসার জন্য কাঁদি যে ভালবাসা সবচেয়ে সুন্দর।
0