0
ভালবাসা এমন এক জিনিস যা কোথাও পাওয়া যায়না। একে শুধু আকাশ থেকে ধরে এনে খাঁচায় বন্দী করতে হয়।অথচ আজ আমি তাকে ধরলাম বাতাস থেকে, তাহলে তাকে আমি কেমনে খাঁচায় বন্দী করব।সিদ্ধান্ত নিয়েছি প্রয়োজনে তাকে কঠিন লোহার শিকল দিয়ে ধরে এনে বেঁধে খাঁচায় বন্দী করব যাতে সে কোনদিন বের হয়ে যেতে না পারে।যদি বের হয়ে যায়ও আবার ধরে এনে বেঁধে বন্দী করব, বলব, এখানেই থাক্ তোর আর কোন যাওয়ার জায়গা নেই।

0