0
ভালবাসা? সে এক অমর, অক্ষয়, অজর অধ্যায়।সেই ভালবাসা’ আমি ভালবেসেছি।যদি কেউ বলে ভালবাসা তোমার নাম কি? বলব, ভালবাসার কোন নাম হয়না।তাইতো তাকে আমি ভালবেসেছি, কাছে এসেছি, তার গান গেয়েছি। সে যেন চিরদিন আমার থাকে, আমার।তাকে ছাড়া আমার এক বিন্দুও ভাল লাগবেনা। সে যেন ঘুমাতে গেলেও আমাকে সঙ্গে নেয়, শুতে গেলেও আমাকে সঙ্গে নেয়।
ঐ সূর্যের হাসির সঙ্গে তাকে আমি তুলনা করবনা, তুলনা করবনা চাঁদের রাশির সঙ্গে। সে সবচেয়ে সুন্দর। তার চেয়ে সুন্দর আর কেউ নেই। তার তুলনা শুধু সে, তাইতো তাকে আমি ভালবাসি, এত বেশি ভালবাসি।
ভালবাসার গান যে গায়না সে কি? সে এক পাগল।আমি কিছুক্ষণের জন্য সে পাগল হলাম।
0