তোমাকে ভালবাসার পর একটি কথাই মনে হচ্ছে ; সেটা হল আগে কেন ভালবাসিনি!
আগে ভালবাসলে কি হত?
তুমি আমাকে নতুন নাম দিতে!
নতুন নাম দিলে কি হত?
সে নাম নিয়ে গল্প হত!
গল্প হলে কি হত?
আমি হয়ে যেতাম পৃথিবীর নায়ক!
পৃথিবীর নায়ক হলে কি হত?
আমি জাহান্নাম আর সবাই হত জান্নাত!
জাহান্নাম হলে কি হত?
সবাই বলত জাহান্নাম একটা জান্নাত অনেকগুলি আমি একবার জাহান্নাম হয়ে দেখি কেমন লাগে!
তখন কি হত?
জাহান্নামে জাহান্নামে দুনিয়া ভরে যেত!
জাহান্নামে জাহান্নামে দুনিয়া ভরে গেলে কি হত?
মানুষকে আখেরাতের জাহান্নাম দেখার জন্য অপেক্ষা করতে হতনা,তারা এ পৃথিবীতেই জাহান্নাম দেখতে পেত!
এ পৃথিবীতে জাহান্নাম দেখলে কি হত?
সবাই বুঝত জাহান্নাম কি জিনিস, কারন, জাহান্নামের আগুন অনেক কঠিন! আর তখন তারা কেউ কাউকে ঘৃণা করতনা!সবাই সবাইকে ভালবাসার চেষ্টা করত!
তাহলে?
আমি কেন আগে ভালবাসিনি!আগে ভালবাসলে তো আমি সবার আগে ভালবাসা ভাল করে বুঝতাম!