ভালবাসা তুমি অনন্ত, অসীম, অক্ষয়;তোমার কোন সীমারেখা নেই; তুমি যেখানেই যাও সবাই তোমায় জড়িয়ে ধরে।তাইতো আমি তোমাকে ভালবাসি। তুমি যদি একদিনের জন্য আমার হতে।
তুমি যদি আমার হও আমি তোমাকে সাগরের পাড়ে নিয়ে যাব, নদীর কিনারে নিয়ে যাব, অকূল পাথারে নিয়ে যাব।তুমি যেখানেই যাও আমার গান কোরো, তোমার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ থাকবেনা। তুমি যদি সাপলুডু খেলো আমাকেও সাপলুডু খেলাইয়ো, তুমি যদি ধর্মপাশার ব্যবসা কর আমাকেও ধর্মপাশার ব্যবসা শিখাইয়ো।শুধু একটা জিনিস কোরোনা আমাকে ছেড়ে দূরে কোথাও যেওনা। কারন দূরে গেলে আমি বাঁচব কি করে, ভালবাসা’ ছাড়া কি কেউ কোনদিন বেঁচে ছিল!
ভালবাসা তুমি সত্যিই দূরে যেওনা, তোমাকে ছাড়া একমুহূর্তও বাঁচা সম্ভব নয়।তুমি যদি দূরে যাওও আমার জন্য এক গ্লাস পানি রেখে যেও বলব আমার ভালবাসা আমার জন্য এক গ্লাস পানি রেখে গেছে। যখন দেখব কিছুই নাই তখন সেই পানি খেয়ে বাঁচব।
