ভাষার শক্তি

0

পশ্চিমারা ইংরেজিতে
মগজ ধোলাই করে,
বিশ্বটাকে লাটাই বানায়
রাখবে বুঝি ধরে।

ভাষার শক্তি টানছে কাছে
যাদুকরের মতো,
এমন প্যাঁচে পড়ছে সবাই
করছে মাথা নত।

পশ্চিমার ওই ভাষার মোহে
যাদু বানের গন্ধ,
তার নিশ্বাসে অনেক জাতি
হচ্ছে আজি অন্ধ।

ওদের আছে শাসন করার
ডলার ভাষা শক্তি,
ইংলিশ ভাষার প্রেমে পড়ে
করে ওদের ভক্তি।

সেই সুবাদে দেয় চাপিয়ে
যতো ঋণের বোঝা,
এদিক ওদিক করলে তবে
দিচ্ছে ধমক সোজা।

ভাষার সাথে ডলার দিয়ে
করে নিলো পুঁজি,
দিচ্ছে ধমক মোড়ল সেজে
কেউবা নাহি বুঝি।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আগষ্টের ওই পাঁচ

  বিজয় পেতে ঝরে গেলো অযুত তাজা প্রাণ, বিনিময়ে —পেলো জাতি স্বাধীনতার মান। ৭১’এর বিজয় এনে দিলো একটা স্বাধীন দেশ,

গোলামির দিন শেষ

আমরা সবাই দেশের জন্য ঐক্যবদ্ধ রবো, দেশের ভূমি রক্ষা করতে শহীদ মোরা হবো। বাঁচার মতো বাঁচতে মোরা স্বাধীন করি দেশ,

অস্থির বায়ু

ভারত যদি উল্টো পাল্টা করে একটা শব্দ, নোবেল জয়ী দেশ শাসকের হাতেই হবে জব্দ। বহু বছর দেয় নি জবাব ধরেছি

দেশ ভাগের পর

ভারত কর্তা ফন্দি আঁটে দেশ ভাগের আগ, বঙ্গ দেশটা দুই ভাগেতে করে দিলো ভাগ। সুযোগ পেয়ে সবি নিলো দেশ ভাগের

Leave a Reply