0
পশ্চিমারা ইংরেজিতে
মগজ ধোলাই করে,
বিশ্বটাকে লাটাই বানায়
রাখবে বুঝি ধরে।
ভাষার শক্তি টানছে কাছে
যাদুকরের মতো,
এমন প্যাঁচে পড়ছে সবাই
করছে মাথা নত।
পশ্চিমার ওই ভাষার মোহে
যাদু বানের গন্ধ,
তার নিশ্বাসে অনেক জাতি
হচ্ছে আজি অন্ধ।
ওদের আছে শাসন করার
ডলার ভাষা শক্তি,
ইংলিশ ভাষার প্রেমে পড়ে
করে ওদের ভক্তি।
সেই সুবাদে দেয় চাপিয়ে
যতো ঋণের বোঝা,
এদিক ওদিক করলে তবে
দিচ্ছে ধমক সোজা।
ভাষার সাথে ডলার দিয়ে
করে নিলো পুঁজি,
দিচ্ছে ধমক মোড়ল সেজে
কেউবা নাহি বুঝি।
0