0
আমার মনকে একদিন জিজ্ঞেস করেছিলাম এই মন তুই কি চাস্? মন বলে, শুধু তাকে চাই, তাকে। সেই থেকে আমি তার প্রেমে পাগল।কিন্তু সে আমার হয়না।মনকে এখন আমি কি বুঝ্ দেব? বলব, সে তোমার? সে তো আসলে তার নয়।সে হল অন্য একজনের যার হাত নাই, পাও নাই অথচ বলছে আমার সবকিছু দশটি করে।
এই যে ধৃষ্টতা তার কি সাজা হওয়া উচিত? হচ্ছে হোক যাবজ্জীবনই হোক।তাকে যাবজ্জীবন দিয়ে এসে বলব, মন তুই শান্ত হ, ভাল করে শান্ত হ।

0