0
ধর তুমি আর তুমি নেই। তুমি হয়ে গেছ অন্য এক তুমি। তখন আমি কি করব? তখন আমি মরে যেতে চাইব।সে মরণ কি মরণ হবে? না, সে মরণ মরণ হবেনা।তাহলে সেটি কি হবে? সেটি হবে এক মরণ’ আরেক মরণ দিয়ে ঢাকা।এমন মরণ কি কেউ মরতে চায়? না।তাইতো আমি মরে যেতে চাই। কে আমায় সে মরণ উপহার দিবে?
এমন কেউ কি আছে যে আমায় সে মরণ উপহার দিবে? যদি থাকে তাকে আমি যা চাইব তাই দেব।এমন কি যদি গলার হার চায় গলার হার দেব।কিন্তু তাকে আমার সে মরণ উপহার দিতে হবে। যদি দিতে না পারে তাহলে বলব, তোমার মরণ এখন সবচেয়ে ভাল।
0