মরণ

0

চারিদিকে যখন শত্রু তখন মানুষ কি করে?  কখন আমি পালিয়ে যাব? কিন্তু তার পক্ষে কি পালানো সম্ভব হয়?  না।কেন? তখন তার চারিদিকে শত্রু।

ধর এমন একটি মুহূর্তে তুমি আমার কাছে আসলে আমি তখন কি করব?  আমি তখন তোমাকে নিয়ে পালাতে চাইব।কিন্তু পালানোতো সম্ভব হবেনা?তখন আমি সে মরণকে সানন্দে গ্রহণ করব। কারন, কোন একদিন তুমি আমার ভালবাসা ছিলে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কামবাসনার খেলা

লালন গানে লালন তত্ত্বের চলে লালন মেলা, গাঁজার টানে ভক্তের চলে কামবাসনা খেলা। আমির সাথে আমির পেতে লালন গাহে গান,

গার্মেন্টস কর্মী

গার্মেন্টস কর্মী খুব সকালে ঘুমের থেকে উঠে, গোসল সেরে নাস্তা খেয়েই জীবন যুদ্ধে ছোটে। সঠিক সময় কর্ম ক্ষেত্রে পৌছে যেতে

এসো সালমান ভক্ত

সালমান শাহর ভক্তগণে সঠিক বিচার চায়, সালমান ভক্ত শান্তি পাবে যদি বিচার পায়। নির্মম ভাবে হত্যা করেই কেড়ে নিলো প্রাণ,

লেবাসধারী নেতা

ভোটের আগে লেবাস পরে দেশের নেতা গণ , জনের দেখে নেয় জড়িয়ে কী দরদী মন, শহর থেকে পাড়া মহল্লায় ঘুরছে

Leave a Reply