0
চারিদিকে যখন শত্রু তখন মানুষ কি করে? কখন আমি পালিয়ে যাব? কিন্তু তার পক্ষে কি পালানো সম্ভব হয়? না।কেন? তখন তার চারিদিকে শত্রু।
ধর এমন একটি মুহূর্তে তুমি আমার কাছে আসলে আমি তখন কি করব? আমি তখন তোমাকে নিয়ে পালাতে চাইব।কিন্তু পালানোতো সম্ভব হবেনা?তখন আমি সে মরণকে সানন্দে গ্রহণ করব। কারন, কোন একদিন তুমি আমার ভালবাসা ছিলে।
0