পথের যোজন স্বর্গ

0

 

এসো মানব ডাক হাকিলে

পবিত্র সেই ঘরে,

সেজদা করো আপন মনে

মহান প্রভুর তরে।

 

সেজদা মাঝে কল্যাণ কামি

পথের দেখা পাবে,

সেই পথেই যে গমন করলে

স্বর্গের দিকে যাবে।

 

এমন উত্তম পথরে সন্ধান

মোদের নবী দিলো,

সেই পথের ঐ পথিক তিনি

যাচন নবী ছিলো।

 

মনের কলুষ পাপ মোচনের

নিজের শুদ্ধ করো,

সময় থাকতে চলো মুসলিম

স্বর্গের সিঁড়ি ধরো।

 

আসবে যেদিন শেষ কদম যে

রবে বেজায় বেশে,

সেই পথের ঐ যোজনা স্বর্গে

রাখো কদম হেসে।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ফুল (৯)

কাল যে ফুলটি ফুটেছে আজ সে ফুলটি ফোটেনি । সে ফুলটির নাম 'সুন্দর '। সে ফুলটি তুমি আমাকে দিলে, আমি

ও আমার অনাগতা প্রিয়া

একদিন একজনকে আমি  বলেছিলাম, এই আমাকে একটি ফুল দাওতো।সে আমাকে একটি ফুল দিয়েছিল।আজ আমার ভীষণ তাকে মনে পড়ছে।মন চাচ্ছে তাকে

পড়ছে মনে মাকে

  পড়ছে মনে ভীষণ ভাবে প্রবাসে আজ মাকে, এই প্রসাবে কে আমায় বলো খোকা বলে ডাকে। মাকে ছেড়ে বাবার ছেড়ে

অমর হয়ে রবে

আকাশ পথে নির্ভীক সৈনিক ছিল অসীম জাওয়াদ, দেশের শত্রুর কাছে ছিলেন এক যম বজ্রনাদ। দেশ সীমান্তে রাখেন নজর বিমান নিয়ে

2 Replies to “পথের যোজন স্বর্গ”

Leave a Reply