0
আমি যারে চাই তারে নাহি পাই
বল কোথা গেলে তারে আমি পাই
যদি নাহি পাই
যাব, যাব, যাব আমি যাব যে মরেই।
কোথায় আছ কেমন আছ একবার বল হায়
তানাহলে মরে যাব তোমার সকাশেই।
0
আমি যারে চাই তারে নাহি পাই
বল কোথা গেলে তারে আমি পাই
যদি নাহি পাই
যাব, যাব, যাব আমি যাব যে মরেই।
কোথায় আছ কেমন আছ একবার বল হায়
তানাহলে মরে যাব তোমার সকাশেই।
আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।আমি এখানে মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।