0
মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় একজন খ্যাতি কবি, অনুবাদক এবং প্রাবন্ধিক। তার জন্ম ১৯৩৮ খ্রিষ্ঠাব্দে সিলেট জেলায়।
লাতিন আমেরিকান সাহিত্য অনুবাদের জন্য বিশেষ খ্যাতি অর্জন করেছেন।তার অনুবাদে প্রকাশিত হয়েছে হুয়ান রুলফো,গ্যাব্রিয়েল গারসিয়া মার্কেজ প্রমুখের গল্প – উপন্যাস।
লেখক কানাফানি প্রখ্যাত ফিলিস্তিনি কথা সাহিত্যের লেখা গল্প অনুবাদ করেন এই অনুবাদক লেখক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় কবি।অনুবাদক গল্পটি হলো ফিলিস্তিনের চিঠি। অনুবাদ সাহিত্যের জন্য তিনি ভারতের সাহিত্য আকাদেমি পুরষ্কার পেয়েছেন।
আরো পড়ুন-

0