মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জীবনি

play icon Listen to this article
0

মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় একজন খ্যাতি কবি, অনুবাদক এবং প্রাবন্ধিক। তার জন্ম ১৯৩৮ খ্রিষ্ঠাব্দে সিলেট জেলায়।
লাতিন আমেরিকান সাহিত্য অনুবাদের জন্য বিশেষ খ্যাতি অর্জন করেছেন।তার অনুবাদে প্রকাশিত হয়েছে হুয়ান রুলফো,গ্যাব্রিয়েল গারসিয়া মার্কেজ প্রমুখের গল্প – উপন্যাস।
লেখক কানাফানি প্রখ্যাত ফিলিস্তিনি কথা সাহিত্যের লেখা গল্প অনুবাদ করেন এই অনুবাদক লেখক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় কবি।অনুবাদক গল্পটি হলো ফিলিস্তিনের চিঠি। অনুবাদ সাহিত্যের জন্য তিনি ভারতের সাহিত্য আকাদেমি পুরষ্কার পেয়েছেন।

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বুঝবে তুমি

উত্তাল সাগর ঢেউয়ের মাঝে ক্যামনে দিবো পাড়ি, মরণ ভয়ে —--কাঁপছে শরীর নিঃশ্বাস হচ্ছে ভারি। চারিদিকে আঁধার দেখি নাইরে বাঁচার গতি,

ওগো বিদেশিনী

বিদেশিনী তোমায় বলি কোথায় তুমি থাকো, এমন ভাবে আকুল করে কেন আমায় ডাকো? আমায় তুমি বশ করেছো কোন্ সে মায়ার

অসীম ধ্বনি

আকাশ ছোঁয়া রঙিন স্বপ্ন আছে মনের মাঝে, সেরার মুকুট পরবো জানি আমার কর্ম কাজে। আপন স্বপ্নের অসীম ধ্বনি আসে আমার

জানোয়ার -৫

জানোয়ার যদি জানোয়ার না হয় তাহলে জানোয়ার কে? জানোয়ার কি মানুষ? না, মানুষতো জানোয়ার হতে পারেনা। তাহলে? জানোয়ারই জানোয়ার। সবচেয়ে

Leave a Reply