0
আখতারুজ্জামান ইলিয়াস সমকালীন বাংলা কথা সাহিত্যে গুরুত্বপূর্ণ নাম। তার জন্ম ১৯৪৩ খ্রিষ্টাব্দে গাইবান্ধা জেলায়। ‘চিলেকোঠার সেপায়’ এবং ‘খোয়াবনামা’ উপন্যাস এবং ‘অন্য ঘরে অন্য স্বর ‘, ‘দুধভাতে উৎপাত ‘, ‘দোজখের ওম’ প্রভৃতি তার ছোটো গল্প – গ্রন্থ। সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরষ্কার সহ দেশে – বিদেশে নানা গুরুত্বপূর্ণ পুরষ্কার ও একুশে পদক লাভ করেন। তাছাড়া ও তিনি লেখক চার্লস ডিকেন্সের “ডেভিড কপারফিল্ড” উপন্যাসের প্রথম অংশের রুপান্তর করেন।
১৯৯৭ খ্রিষ্টাব্দে এই আখতারুজ্জামান ইলিয়াস লেখক মৃত্যুবরণ করেন।
আরো পড়ুন-
- কমলার দীঘি গল্প
- বাংলাদেশের ক্রিকেট খেলা
- সৃজনশীলতার উদাহরণ
- মণিপুরী গান
- পাবলিক প্লেসে মোবাইল ব্যবহারের শালীনতা
0