2
মেথর মুচি তাঁতি কামার
ওরাও মানুষ সবে,
জাতপাতের ঐ হিসাব কষে
ভাবো কেনো তবে?
মেথর মুচি মানুষ সবাই
মন্দ চোখে দেখো?
মানুষ হবার জ্ঞানের শিক্ষা
নাহি কেবল শেখো॥
মেথর দেখে মুখ কুঁচকে নাও
বুঝলে নাকো মর্ম,
জঞ্জাল মুক্ত সমাজ গড়তে
ওদের সেরা কর্ম।
কতো ময়লা পরিষ্কার হয়
ওদের দুটো হাতে॥
বসলে পাশে করছো ঘৃণা
মানভঞ্জন যে তাতে।
মেথর গায়ে ময়লা কাপড়
দুর্গন্ধ তাই লাগে,
ভিতর থেকে মন পরিষ্কার
করো নিজের আগে॥

2
ভালো লিখেছেন কবি