মুত্তাকী হও

0

মুত্তাকী হও
মোঃ রুহুল আমিন

রোজার নেকী দিবেন প্রভু
স্বয়ং নিজের হাতে,
মুসলিম তুমি মুত্তাকী হও
রোজা রাখার সাথে।

রোজার মাসে মুসলিমগণে
হালাল খাদ্য খাবে,
রোজার নেকী মুত্তাকীরা
প্রভুর থেকে পাবে।

শোনো মুমিন মুসলমানগণ
সঠিক রুজু ধরো,
রোজার মাসে সদকা দানে
নিজের শুদ্ধ করো।

রাখবে রোজা গরিব দুখি
সেহরি তবে খেয়ে,
প্রভুর হুকুম পালন করবে
সদকা যেন পেয়ে।

রোজার মাসে অধিক নেকী
পাবে সদকা দানে,
দেখলে তোমার গরিব দুখি
মনটা যেন টানে।

আশে পাশের কেউবা যদি
সেহরি ছাড়া থাকে,
রোজা রাখার সেহরি দিবে
সাধ্য মতো তাঁকে।

অতি উত্তম রোজার মাসটা
নিয়ামতে ভরা,
রোজার খুশবু ছড়ায় যেন
পূর্ণতা পায় ধরা।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মায়ের ছেলে

অত্যাচারীর শোষণ থেকে ফিরে পেতে বাক, সবাই মিলে দেশ স্বাধীনের দেয় বিজয়ের ডাক মায়ের ছেলে মুক্তিসেনা অস্ত্র নিলো হাতে, বিজয়

শব্দের শক্তি

শব্দের শক্তি যেমন ভাবে ভেঙ্গে দিতে পারে তেমন করে গড়তে পারো শব্দের শক্তি ভারে। দেখলে ওঁরাই ধরবে টেনে হতাশ করে

গদ্য কবিতার বই ‘কনকচাঁপা দোদুল দোল ‘

আমার একটি গদ্য কবিতার বই প্রকাশ পেয়েছে 'কনকচাঁপা দোদুল দোল'। বইটিতে মোট আশিটি কবিতা রয়েছে। বইটিতে আমার কবি নাম মোঃ

কবিতা ঘুষ ছাড়া চাকরী কোথায়? আফছানা খানম অথৈ

কবিতা ঘুষ ছাড়া চাকরী কোথায়? আফছানা খানম অথৈ লেখাপড়া শেষ চাকরীর পালা, চাকরী পেলে দু:খ ঘুচবে শান্তি পাবে খালা। পরীক্ষায়

Leave a Reply