0
মুত্তাকী হও
মোঃ রুহুল আমিন
রোজার নেকী দিবেন প্রভু
স্বয়ং নিজের হাতে,
মুসলিম তুমি মুত্তাকী হও
রোজা রাখার সাথে।
রোজার মাসে মুসলিমগণে
হালাল খাদ্য খাবে,
রোজার নেকী মুত্তাকীরা
প্রভুর থেকে পাবে।
শোনো মুমিন মুসলমানগণ
সঠিক রুজু ধরো,
রোজার মাসে সদকা দানে
নিজের শুদ্ধ করো।
রাখবে রোজা গরিব দুখি
সেহরি তবে খেয়ে,
প্রভুর হুকুম পালন করবে
সদকা যেন পেয়ে।
রোজার মাসে অধিক নেকী
পাবে সদকা দানে,
দেখলে তোমার গরিব দুখি
মনটা যেন টানে।
আশে পাশের কেউবা যদি
সেহরি ছাড়া থাকে,
রোজা রাখার সেহরি দিবে
সাধ্য মতো তাঁকে।
অতি উত্তম রোজার মাসটা
নিয়ামতে ভরা,
রোজার খুশবু ছড়ায় যেন
পূর্ণতা পায় ধরা।
0