0
ন্যায়বিচারের শাসন নীতি
মূল কাঠামো চাও,
সত্যের বিধান ধারকগণের
সুযোগ তবে দাও।
বিধান মতে রাজ কায়েমে
দিলে সবাই মত,
জাতি পাবেন সহজ সরল
সঠিক দিশা পথ।
সবাই সমান সুযোগ পাবে
চাচ্ছি এমন দেশ,
বিভেদ ভুলে সকল জাতি
সেথায় রবে বেশ।
শান্তি সুবাস ছড়ায় যাবে
পেলে তেমন রাজ,
সুন্নত লেবাস আবরণেই
রাজার রবে সাজ।
মহান প্রভুর প্রতি রাজার
হৃদয় রবে ভয়,
জানেন তিনি প্রভু ছাড়াই
অধীপতি নয়।
এমন গুণের রাজা পেতে
বাঁধতে হবে জোট,
রাজ আসনে দেখতে তবে
সবাই দিবে ভোট।

0