0
কবির কাব্য সোচ্চার ছিল
পেতে স্বাধীন ভাষা,
মায়ের ভাষা সম্মান দিবে
প্রাণে ছিলো আশা।
একুশের ওই ভাষার জন্যে
কলম উঠে জ্বলে,
অগ্নি বারূদ কলমের জোর
ভাষার দাবি চলে।
বাংলা ভাষার কাব্য গল্পোয়
তুমি ভাষার কবি,
ভাষার জন্যে লিখলে কাব্য
উজাড় করে সবি।
মায়ের নাকের নোলক লিখে
পেলে সম্মান খ্যাতি,
কবি রাজ্যের —শিরোভূষণ
তুমি কাব্যের বাতি।
স্বাধীনতার সম্মান পদক
দখলে যে আজ,
মৃত্যুঞ্জয়ী…. অমর তুমি
কবি কুলের রাজ।
দেশের শ্রেষ্ঠ –পদকজয়ী
আজ মরণের পরে,
জাতির ডাকে নীরব আজি
আছো কবর ঘরে।

0