0
আমি একজনকে ভালবাসি।একদিন বললাম, এত বেশি ভালবেসোনা এত বেশি ভালবাসলে আমি মরে যাব। বলে তুমি মরে যাও আমি তো সেটাই চাই।বললাম, আমি মরে গেলে তুমি বাঁচবে কি করে? বলে, সে ভাবনা তোমাকে ভাবতে হবেনা, আমার বাঁচার চিন্তা আমি করব।সেই থেকে আমি মরে যাওয়ার চেষ্টা করিতেছি। আসলেই কি মরব? ।যদি আমি মরি সেওতো মরে যাবে কারন সেতো আমাকে ভালবাসে।তাহলে সে এ কথা বলল কেন? তার এ কথা বলা কি উচিত হয়েছে! তারই এক্ষুণি মরে যাওয়া উচিতনা!

0