মৃত্যু

0

আমি আগে যদি জানতাম তুমি আমার নয় তাহলে তোমাকে মন দিতামনাঃ আমি দূরে দূরে থাকতাম, এমন একজনকে নিয়ে মাততাম যে আমাকে ভালবাসে।

তুমি এমন একটি কাজ কেমন করে করলে?

তুমি এমন একট কাজ আর কারো সাথে কোরোনা।কারন, এমন একটি কাজ  করলে তার মৃত্যু হবে।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ আরিফ হোসেন সর্দার

Author: মোঃ আরিফ হোসেন সর্দার

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা দান আফছানা খানম অথৈ

  কবিতা দান আফছানা খানম অথৈ রোজা এলে দানের দুয়ার খুলে হাজার গুন, কিছু একটু দিলে পরে সেলফি তোলেন খুব।

ঈদ আনন্দ

ঈদ আনন্দ মোঃ রুহুল আমিন ঈদ এসেছে রোজার শেষে খুশি সবার মাঝে, সবাই রইবে নতুন জামায় পরে খুশির সাজে। ঈদের

নাজাত পাবে সবে

নাজাত পাবে সবে মোঃ রুহুল আমিন আরব দেশে মুরুর বুকে এলো নূরের নবী, সেই খুশিতে ঝলমলে রয় সারা জাহান সবি।

কবি পরিচিতি কবি মোঃ রুহুল আমিন

কবি পরিচিতি কবি মোঃ রুহুল আমিন দক্ষিণ বঙ্গের সাতক্ষীরা জেলার অন্তর্গত আশাশুনি থানার দক্ষিণ গদাইপুর গ্ৰামে ২২ অক্টোবর ১৯৮৭ ইংরেজি

Leave a Reply