মেঘকুঞ্জ। সুমাইয়া আক্তার বৃষ্টি

0

চল হারিয়ে যাই ওই মেঘের আড়ালে!

যেখানে থাকবে শুধু সাদার মায়ায় জড়ানো অসীম মেঘ কুঞ্জ।

এমন কোলাহল মুক্ত শান্ত পরিবেশ পাবো কি আর কোথাও?

ওই মেঘ কুঞ্জের থেকে প্রশান্তির স্হান কি আর হতে পারে এই পৃথিবীতে?

একমাত্র এই মেঘ কুঞ্জই তো পারে সূর্যের সব প্রখরতা নিজের মাঝে ধারন করে পৃথিবীকে প্রশান্তিময়, শীতল করে তুলতে।

একমাত্র এই মেঘ কুঞ্জই তো পারে গ্রীষ্মকালের তীব্র উত্তপ্ত সূর্যকে আড়াল করে মানবজাতিকে একটু স্বস্তি দিতে।

একমাত্র এই মেঘ কুঞ্জই তো পারে বসন্তের কোনো এক বিকেলে সময়টা উপভোগ করাতে।

গোধূলির সন্ধ্যায় মেঘের ছুটাছুটি দেখতে কার না ভালো লাগে?

আমার কাছে মেঘ মুক্ত আকাশ আর ঘ্রান মুক্ত ফুল দুটো একই মনে হয়।

এদের ছাড়া এই দুটোই সুন্দর।

কিন্তু যার জন্য এদের একটু বেশিই সুন্দর লাগে তারাই অনুপস্থিত।

যেই মেঘ কুঞ্জ তার সাদার মায়ায় ওই শক্তিশালী সূর্যকে ঢেকে রাখতে পারে,

সেই মেঘ কুঞ্জ কি সুন্দর না হয়ে পারে!

এই মেঘ কুঞ্জ নিয়ে একবার কথা বলা শুরু করলে তা আর শেষ করা যাবে না।

কেননা এই মেঘ কুঞ্জের কোনো তুলনা হয়।

~সমাপ্ত


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Sumaiya Akter Bristy

Author: Sumaiya Akter Bristy

❝শুভ্রচিন্তার উদ্ভব ঘটে যার কথা ভেবে সে যদি মোহ হয় দোষ বা কি তাতে?❞ ~Sumaiya Akter Bristy

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল প্রকাশ পেয়েছে। প্রাপ্তি স্থান : মিতা বুক সেন্টার, নীলক্ষেত, ঢাকা। শাহানা প্রকাশনীর লাইব্রেরি, নীলক্ষেত,

গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

  আমার গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল প্রকাশ পেয়েছে। বইটিতে মোট আশিটি কবিতা রয়েছে। বইটিতে আমার কবি নাম মোঃ

গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

আমার গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল প্রকাশ পেয়েছে। বইটিতে মোট আশিটি কবিতা রয়েছে। বইটিতে আমার কবি নাম মোঃ আরিফ

গদ্য কবিতার বই ‘কনকচাঁপা দোদুল দোল’

গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল প্রকাশ পেয়েছে। বইটিতে মোট আশিটি কবিতা রয়েছে। বইটিতে আমার কবি নাম মোঃ আরিফ হোসেন

2 Replies to “মেঘকুঞ্জ। সুমাইয়া আক্তার বৃষ্টি”

Leave a Reply