মেঘকুঞ্জ। সুমাইয়া আক্তার বৃষ্টি

play icon Listen to this article
0

চল হারিয়ে যাই ওই মেঘের আড়ালে!

যেখানে থাকবে শুধু সাদার মায়ায় জড়ানো অসীম মেঘ কুঞ্জ।

এমন কোলাহল মুক্ত শান্ত পরিবেশ পাবো কি আর কোথাও?

ওই মেঘ কুঞ্জের থেকে প্রশান্তির স্হান কি আর হতে পারে এই পৃথিবীতে?

একমাত্র এই মেঘ কুঞ্জই তো পারে সূর্যের সব প্রখরতা নিজের মাঝে ধারন করে পৃথিবীকে প্রশান্তিময়, শীতল করে তুলতে।

একমাত্র এই মেঘ কুঞ্জই তো পারে গ্রীষ্মকালের তীব্র উত্তপ্ত সূর্যকে আড়াল করে মানবজাতিকে একটু স্বস্তি দিতে।

একমাত্র এই মেঘ কুঞ্জই তো পারে বসন্তের কোনো এক বিকেলে সময়টা উপভোগ করাতে।

গোধূলির সন্ধ্যায় মেঘের ছুটাছুটি দেখতে কার না ভালো লাগে?

আমার কাছে মেঘ মুক্ত আকাশ আর ঘ্রান মুক্ত ফুল দুটো একই মনে হয়।

এদের ছাড়া এই দুটোই সুন্দর।

কিন্তু যার জন্য এদের একটু বেশিই সুন্দর লাগে তারাই অনুপস্থিত।

যেই মেঘ কুঞ্জ তার সাদার মায়ায় ওই শক্তিশালী সূর্যকে ঢেকে রাখতে পারে,

সেই মেঘ কুঞ্জ কি সুন্দর না হয়ে পারে!

এই মেঘ কুঞ্জ নিয়ে একবার কথা বলা শুরু করলে তা আর শেষ করা যাবে না।

কেননা এই মেঘ কুঞ্জের কোনো তুলনা হয়।

~সমাপ্ত


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Sumaiya Akter Bristy

Author: Sumaiya Akter Bristy

❝শুভ্রচিন্তার উদ্ভব ঘটে যার কথা ভেবে সে যদি মোহ হয় দোষ বা কি তাতে?❞ ~Sumaiya Akter Bristy

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

চোরাবালি

দিন মাস বছর জীবন জুড়ে শতাব্দী নাম নেই! কতো বড়াই –করছো মানব ভাবছো তুমি সেই। খুব সহজেই—-হারিয়ে যায় কতো রঙিন

অন্তিম যাত্রা

ধূসর ধরায় মানব মাঝে কেবল দুলকি খেলা, চিরকর্মার অসীম কৃপায় নিত্য কাটে বেলা। স্বপ্নের ঘোরে জগত মাঝে আছো দেখো ভেবে

ভাগ্যের চাঁদ ফিকে

অসাড় জাতি ভাগ্যের জোরে নির্ভর করে চলে, বলছে জাতি লিখন আছে পাবো সময় হলে। এমন জাতি আঁধার ঘুচে আলোর দেখা

2 Replies to “মেঘকুঞ্জ। সুমাইয়া আক্তার বৃষ্টি”

Leave a Reply